পাকিস্তান সফরের আগেই বায়ো-সিকিউরিটি প্রটোকলের আন্ডারে জিম্বাবুয়ে দল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • শেয়ার করুন

  • Facebook

জিম্বাবুয়ে ক্রিকেট দল এই মাসে পাকিস্তান ট্যুর করবে। তারা ‘বায়োসিকিউর বাবলে’ ১ সপ্তাহ নিজেদের দেশে থাকবে। পাকিস্তানে গিয়ে আরো এক সপ্তাহ এই বাবলে কোয়ারেন্টাইনে থাকবে। এই ‘ বায়োসিকিউর বাবল’ হল এমন একটি ব্যবস্থা যাতে আপনি এর বাইরের বিশ্বের সাথে একপ্রকার বিচ্ছিন্ন থাকবেন। এমনকি ফ্যামিলি মেম্বারদের সাথেও দেখা করতে পারবেন না। প্রতিটি সদস্যের তাপমাত্রা ও কিছু বডি প্যারামিটার নিয়মিত চেক করা হবে। এই সময়ে নিয়মিত কোভিড টেস্ট করা হবে, কেউ পজিটিভ হলে তাকে আলাদা রাখা হবে।

সুস্থ সদস্যদের মধ্যেও যথাসম্ভব সামাজিক দুরত্ব নিশ্চিত করা হবে। এই দু সপ্তাহ সময়ে জিম্বাবুয়ে দল জিম্বাবুয়ে ও পাকিস্তানের হোটেলেই থাকবে। উল্লেখ্য বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ঠিক এই অফারই দেয়। কিন্তু শ্রীলঙ্কা জানিয়ে দেয় যে, তাদের দেশে গিয়ে ১৪ দিনই হোটেলে থাকা লাগবে। এর মধ্যে বের হওয়া যাবেনা। বাংলাদেশ দল চাচ্ছিল ৭ দিন বাংলাদেশ ও ৭ দিন শ্রীলঙ্কাতে আইসোলেশন বা বায়োসিকিউর বাবলে থাকবে। দু পক্ষের মতের অমিলে তাই সফর হয়নি। পাকিস্তান এক্ষেত্রে জিম্বাবুয়েকে ছাড় দিচ্ছে।

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর