ব্র‍্যাডম্যানকে না দেখা আমাদের আক্ষেপ ঘুচাতে সৃষ্টিকর্তা হয়তো শচীনকে পাঠিয়েছেন!

Mahbub Elahi
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • শেয়ার করুন

  • Facebook

১) থার্ড আম্পায়ার এর ডিসিশনে বিশ্বের প্রথম রান আউট হওয়া ব্যাটসম্যান (১৯৯২),
২) ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবের ইতিহাসের প্রথম ওভারসীজ প্লেয়ার (১৯৯৪),
৩) রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি ও ইরানী ট্রফি তিন টুর্নামেন্টেই নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরির বিরল রেকর্ড,
৪) দিল্লীর তিহার জেলের একটা ওয়ার্ডের নাম তার নামানুসারে রাখা,
৫) ১৯৯৯ অস্ট্রেলিয়া ট্যুরে এক ম্যাচে শোল্ডার বিফোর উইকেট আউট হয়েছিলেন।
৬) অভিষেকের আগে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল এরেনায় তিনি মাঠে নেমেছিলেন পাকিস্তানের হয়ে (একটি প্রীতি ম্যাচে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে, ১৯৮৭ সালে)

আরো অনেক অনেক অবাক করা, ব্যাতিক্রমী, অমানবীয় স্ট্যাটস এন্ড ফ্যাক্টস এর মালিক এই মানুষটি ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল ম্যাচই খেলেছেন ৬৬৪ টি! মোট ৩৪০০০ এর উপরে রান আর ১০০টি সেঞ্চুরি। তাকে নিয়ে লিখে হয়ত শেষই করা যাবেনা তাই এখানেই কীবোর্ড পজ করে দিলাম।

শুভ জন্মদিন শচীন রমেশ টেন্ডুলকার!

আমাদের জেনারেশনকে ব্র‍্যাডম্যান না দেখতে পারার আক্ষেপ ঘুচাবার জন্য।

 

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর