আসাদ-আমিনির ব্যাটে বারমুন্ডিসদের সংগ্রহ ১২৯ |

  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংস শেষে পাপুয়ানিউগিনির সংগ্রহ ১২৯ রান।

ওমানের মাসকাটের আল আমরাত স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেন স্বাগতিক ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশী সময় নেননি ওমানি বোলাররা।

ইনিংসের প্রথম ওভারেই টনি উরাকে সাজঘরে ফেরান পেসার বিলাল খান, উইকেট মেইডেন দিয়ে শুরু হয় এবারের বিশ্বকাপ। পরের ওভারেই লেগা সিয়াকা বোল্ড হয়ে ফেরেন কলিমুল্লাহ’র বলে।
এরপর প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক আসাদ ভালা ও সহ-অধিনায়ক চার্লস আমিনি। দারুণ সব শটের সাথে রানিং বিটুইন দ্য উইকেটে পিএনজির হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি উপহার দেন দুজন। ৬০ বলে ৮১ রানের জুটি ভাঙ্গে মোহাম্মদ নাদিমের দারুণ রান আউটে। চার্লস আমিনি ৩৭ রানে ফেরার পরই নিজের তৃতীয় ছক্কায় অর্ধশত স্পর্শ করেন আসাদ ভালা। কলিমুল্লাহ নিজের দ্বিতীয় স্পেলে এসেই ফেরান বিপদজনক হয়ে ওঠা আসাদকে(৫৬)। এরপরই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বারমুন্ডিসদের ইনিংস। আসাদ ও আমিনি বাদে সিসে বাউ (১৩) একমাত্র ডাবল ফিগার স্পর্শ করতে সক্ষম হন।
ওমানি কাপ্তান জিশান মাকসুদের এক ওভারে তিন শিকারে বিপর্যস্ত পাপুয়ানিউগিনি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২০ ওভার খেলে ১২৯ রানে থামে তাদের ইনিংস।
দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ৪ উইকেটশিকার করেন জিশান।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে র‍্যাঙ্কিংয়ে ১৫ নাম্বারে থাকা পাপুয়ানিউগিনি। অন্যদিকে গত বিশ্বকাপে খেলেছিলো ১৮ নাম্বারের ওমান।

ওমান একাদশঃ জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গউড, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।
পাপুয়ানিউগিনি একাদশঃ আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সাকমন আতাই, সিসে বাউ, কিপলিন দরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পোকানা, ড্যামিয়ান রাভু, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মোরেয়া ও নরম্যান ভানুয়া।

সংক্ষিপ্ত স্কোরঃ পাপুয়ানিউগিনি ১২৯/৯(২০)
আসাদ ভালা ৫৬(৪৩), চার্লস আমিনি ৩৭(২৬);
জিশান মাকসুদ ২০/৪, বিলাল খান ১৬/২।

 

,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর