রশিদে রেকর্ড ব্রেক!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

রশিদ খান; বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো লেগ স্পিনার। স্পিন ঘূর্ণিতে নিজের জাত চেনাতে পেরেছেন ইতিমধ্যেই। বাইশ গজে স্পিন ঘূর্ণিতে বিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করার রেকর্ডও কম নেই। এবার সেই রশিদ পৌঁছে গেলেন নতুন রেকর্ডে!

নিজেদের হোম ভেন্যুতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে রেকর্ড গড়েছেন তিনি। ম্যাচে ৯৯.১ ওভার বোলিং করে ২০০০ সালের পর এক ম্যাচে সবচেয়ে বেশী বোলিং করার রেকর্ড গড়েছেন এই লেগ স্পিনার। পিছিনে ফেলেছেন শেন ওয়ার্ন (৯৮), মুত্তিয়া মুরালিধরন (৯৭, ৯৬) এবং লাথান লায়ন(৯৪) কে! সেই সাথে ম্যাচে ১১ উইকেট শিকারও করেছেন তিনি।

ম্যাচে সবচেয়ে বেশী বোলিং করা ৫ বোলার(২০০০ সালের পর):

  • রশিদ খান – ৯৯.১ ওভার – প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০২১ সাল)
  • শেন ওয়ার্ন – ৯৮ ওভার – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০০২ সাল)
  • মুত্তিয়া মুরালিধরন – ৯৭ ওভার – প্রতিপক্ষ ইংল্যান্ড (২০০১ সাল)
  • মুত্তিয়া মুরালিধরন – ৯৬ ওভার – প্রতিপক্ষ ইংল্যান্ড (২০০৩ সাল)
  • নাথান লায়ন – ৯৪ ওভার – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০১২ সাল)
 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর