স্টোকস বীরত্বে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • শেয়ার করুন

  • Facebook

বেন স্টোকস, রিমেম্বার দ্য নেম। তাসমান পাড়ের দেশে মেলবোর্নে আরও একবার স্টোকস লিখলেন মহাকাব্য। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড।

এরআগে, আজ রবিবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন রিজওয়ান – হারিসরা। রিজওয়ান ভালো শুরুর আভাস দিলেও ফিরেছেন ১৫ রানেই। রিজওয়ানের ব্যর্থতার দিনে দ্রুতি ছড়াতে পারেননি মোহাম্মদ হারিসও, খেলেন মাত্র ৮ রানের ইনিংস। শুরুতে চাপে পড়া পাকিস্তানকে উদ্ধারের চেষ্টা চালান বাবর ও শান মাসুদ। দলীয় ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬৮ রান।

বিরতির পর খেলা শুরু হলে লিয়াম লিভিংস্টোনের ওভারে ১৬ রান নিয়ে বড় স্কোরের স্বপ্ন দেখালেও সেটি সম্ভব হয়নি। পরের ওভারে বাবর ফিরলে শাদাব ও মাসুদ চেষ্টা করলেও শেষ মুহূর্তে পাকিস্তান দেখা দেন আনপ্রেডিক্টেবল পাকিস্তান হয়েই। শাদাব ও মাসুদ বড় স্কোরের আশা জাগিয়ে হতাশ করলে ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান।

১৩৮ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে ফিরিয়ে দেন আফ্রিদি। ফাইনালে হেলস দ্রুত ফিরলেও বাটলার খেলতে থাকেন স্বরূপে। কিন্তু পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে স্টোকস ও হ্যারি ব্রুক লক্ষ্যে অবিচল থাকলেও বাড়তে থাকে উত্তেজনা। এরমাঝে ব্রুক ২০ রানে ফিরলে পাকিস্তান আভাস দেন ম্যাচে ফেরার।

সেখান থেকে একপ্রান্ত আগলে ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন বেন স্টোকস। ৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্যাম কারেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১৩৭/৮(২০ ওভার)
মাসুদ ৩৮, বাবর ৩২, শাদাব ২০
কারেন ১২/৩

ইংল্যান্ড ১৩৮/৫(১৯ ওভার)
স্টোকস ৫২*, বাটলার ২৬, ব্রুক ২০
রউফ ২৩/২

ফলাফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: স্যাম কারেন।

 

, ,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর