১৪ দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপ!

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১ মে, ২০২১
  • শেয়ার করুন

  • Facebook

দশটি নয় এবার ১৪ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর – আইসিসি। যদি এমনটা বাস্তবায়ন হয় তাহলে ২০০৩, ২০১১ এবং ২০১৫ সালের পর আবারো ১৪ দলকে নিয়ে আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো ১০ দলকে নিয়ে। এর ফলে সমালোচনারও কম হয়নি। বাদ পড়েছিলো জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলগুলো। অবশেষে বেশকিছুদিনের আলোচনা শেষে আগামী বিশ্বকাপ ১৪ দলকে নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। এটি কার্যকর হবে ২০২৩ থেকে ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত। আলোচনায় ২০০৭ সালের ন্যায় ১৬ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা উঠলেও সেটির গ্রহণযোগ্যতা পায়নি।

আইসিসির ইভেন্টগুলোতে বেশকিছুদিন ধরে ১৪ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা হলেও এখনো বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত যদি এটি বাস্তবায়ন হয় তাহলে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের সাথে খেলার সুযোগ হবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ের মতো দলগুলোর।

 

,

মন্তব্য করুন

এই বিভাগের আরো খবর