২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শক্তিশালী দল ঘোষণা করে দিয়েছে দলগুলো! নিজেদের অবস্থান থেকে সেরা দলগুলোই নির্বাচন করেছে বোর্ড গুলো। গত আসরের থেকে এই আসর থেকে ছিটকে গেছেন অনেকেই! অনেকেই আবার অনেক বছর পর দলে সুযোগ পেয়েছেন। সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপটা অন্যরকম হতে যাচ্ছে এটা বলাই যাই।
বিশ্বকাপ স্কোয়াডঃ-
সুপার-১২ (গ্রুপ–এ)
- আগের আসরের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া তাদের সেরা দলই নির্বাচন করেছে! আগের আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক ফিঞ্চের উপরই ভরসা রেখেছে অস্ট্রেলিয়া! এবারও নিজেদের মাঠের বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন এরন ফিঞ্চ। লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্টিভ স্মিথ! দলে নতুন মুখ হিসেবে আছেন টিম ডেভিড ও জস ইংলিশ!
অস্ট্রেলিয়া স্কোয়াড:- অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, এস্টন এগার, এডাম জাম্পা, কেন রিচার্ডসন।
ইংল্যান্ড – ইয়ন মরগানের ইঞ্জুরির পর ইংল্যান্ড দলের দায়িত্ব পেয়েছেন জস বাটলার! আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলের নেতৃত্ব দিবেন তিনি। নিয়মিত ক্রিকেটার জনি বেয়ারস্টোর ইঞ্জুরির কারনে তিন বছর পর দলে ফিরেছেন এলেক্স হেলস। অফফর্মের কারনে দল থেকে জায়গা হারিয়েছেন ওপেনার জেসন রয়।
ইংল্যান্ডের স্কোয়াড:- জস বাটলার(অধিনায়ক), মঈন আলী, এলেক্স হেলস, ফিল সল্ট, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হেরি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রীস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
স্ট্যান্ডবাই:- লিয়ান ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।
- নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন যথারীতি কেন উইলিয়ামসন। নতুন মুখ হিসেবে স্কোয়াডে আছেন মিচেল ব্রেসওয়েল।
নিউজিল্যান্ড স্কোয়াড:- কেন উইলিয়ামসন(অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন এলেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, জেমি নিশাম, ড্যারিল মিচেল, এডাম মিলনে, লকি ফার্গুসন, মিচেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট।
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দলপতির দায়িত্বে থাকবেন মোহাম্মদ নাবী। আফগানিস্তানের এবারের দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে।
আফগানিস্তান স্কোয়াড:- মোহাম্মদ নাবী (অধিনায়ক), রশিদ খান, রাহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লা জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, ডারউইশ রাসুলি, ফরিদ আহমাদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, সেলিম সাফি, উসমান ঘানি।
স্ট্যান্ডবাই:- আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।
সুপার-১২ (গ্রুপ-বি)
- বাংলাদেশের দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন সাকিব আল হাসান! সাকিব ছাড়া দলে নেই আর কোনো সিনিয়র ক্রিকেটার। অফফর্মের কারনে স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকার, নাইম শেখদের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন ইয়াসীর আলী, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন ক্রিকেটার।
বাংলাদেশ স্কোয়াড:- সাকিব আল হাসান(অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
স্ট্যান্ডবাই:- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার।
- ভারতের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা।সিরিয়র-জুনিয়রদের নিয়ে বেশ শক্ত দল গঠন করেছে ভারত। লম্বা সময় পর টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ।
ভারত স্কোয়াডঃ- রোহিত শর্মা(অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সুরিয়া কুমার যাদব, দিপক হুদা, রিশাব পান্থ, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন আশ্বিন, আক্সার প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।
স্ট্যান্ডবাই:- শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামী, রবি বিষ্ণয়, দীপক চাহার।
- পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে আছেন বাবর আজম! অফফর্মের কারনে জায়গা হয়নি ফখর জামানের। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। দলে নতুন মুখ শান মাসুদ।
পাকিস্তান স্কোয়াড:- বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলী, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলী, খুশদিল শাহ, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
স্ট্যান্ডবাইঃ- ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনাওয়াজ ধাহানি।
- ইঞ্জুরি কাটিয়ে দক্ষিন আফ্রিকার বিশ্বকাপ দলে ফিরেছেন টেম্বা বাভুমা। ইঞ্জুরির কারনে দলে নেই রাসি ফন ডার ডুসেন। অনেক দিন পর আফ্রিকার বিশ্বকাপ দলে রাইলি রুশো। নতুন মুখ ট্রিস্তান স্টাবস।
দক্ষিন আফ্রিকা স্কোয়াড:- টেম্বা বাভুমা(অধিনায়ক), রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, আনরিক নর্খিয়া, কাগিসো রাবাডা, ওয়েন পার্নেল, ডোয়াইন প্রেটোরিয়াস ও তাবরিজ শামসি।
স্ট্যান্ডবাই:- মারকো জানসেন, এনডিল পেহলোকয়ায়ো, বিজর্ন ফর্চুন।
প্রথম রাউন্ড (গ্রুপ-এ)
- নামিবিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দিবেন জেরার্ড ইরাসমাস। অভিজ্ঞ ও তরুনদের মিশ্রনে শক্তিশালী দল ঘটন করেছে নামিবিয়া।
নামিবিয়াঃ জেরার্ড ইরাসমাস(অধিনায়ক), জেজে স্মিট, ডিভান লা কক, স্টেফান বার্ড, লফটি ঈটন, জ্যান ফ্রাইলিঙ্ক, ডেভিড উইজা, রুবেন ট্র্যাম্পেলমান, জেন গ্রিন, বার্নার্ড শুলজ, টাঙ্গেনি লুঙামেনি, মিচেপ ভ্যান লিংগেন, বেন শিকোঙো, কার্ল বার্কেনস্টক, লোহান লরেস ও হেলাও ফ্রান্স।
শ্রীলঙ্কা স্কোয়াড:- দাসুন শানাকা(অধিনায়ক), দানুষ্কা গুনাতিলাকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, চারিত আসালংকা, ভানুকা রাজাপাকসে, ধানাঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসেই, চামিকা কারুনারত্নে, দুশমান্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাধুশাংকা, প্রমোধ মাধুশান।
স্ট্যান্ডবাই:- আশেন বান্দারা, প্রাভিন জায়াবিক্রামা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়াইন্দো ফার্নান্দো।
নেদারল্যান্ডস স্কোয়াডঃ- স্কট এডওয়ার্ডস(অধিনায়ক), কলিন অ্যাকারমান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বিক, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুটগেন, ফ্রেড ক্লাসেন, ব্যাস ডি লিডে, পল ফন মিকিরেন, রুয়েল্ফ ফন ডাম মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিডামানুরু, ম্যাক্স ও ‘ডাউদ, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং।
আরব আমিরাত স্কোয়াড:- সি পি রিজওয়ান(অধিনায়ক), ভৃত্তিয়া অরভিন্দ, চিরাগ সুরি, মোহাম্মাদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফারিদ, কাশিফ দাউদ, কার্তিক, আহমেদ রাজা, জাহুর খান, জুনায়েদ সিদ্দিকী, ছাবির আলী, আলিশান শারাফু ও আয়ান খান।
স্ট্যান্ডবাই:- সুলতান আহমেদ, ফাহাদ নাওয়াজ, বিষনু শুকুমারান, আদিত্য শেট্টি, সঞ্চিত শর্মা।
প্রথম রাউন্ড (গ্রুপ-বি)
- নিকোলাস পুরানকে অধিনায়ক করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ! দলে নেই পোলার্ড, রাসেল, নারিনরা। অনেকদিন পর দলে এভিন লুইস।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ- নিকোলাস পুরান(অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইয়ানিক কারিয়া, জনসন চার্লস, শেল্ডন কট্রেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ারস, ওবেড ম্যাকয়, রেইমন রেইফার ও ওডিয়ান স্মিথ।
- ক্রাইন এরভিনের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে! অভিজ্ঞতায় ভরপুর দল নিয়ে বিশ্বকাপে যাবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে স্কোয়াড:- ক্রেইগ এরভিন(অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙওয়ে, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়াঙা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শেন উইলিয়ামস।
- আয়ারল্যান্ড দলের নেতৃত্বভার সামলাবেন এন্ড্রে বালবার্নি। পেসার ও কোয়ালিটি ব্যাটিংয়ে শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে যাবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড স্কোয়াড:- এন্ড্রু বালবার্নি(অধিনায়ক), মার্ক এডাইর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিপেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, বেরি ম্যাকার্থি, কনর ওলপার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হেরি ট্যাক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
স্কটল্যান্ডঃ রিচি বেরিংটন(অধিনায়ক), জর্জ মানসি, মিচেল লিস্ক, ব্র্যাড হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জশ ড্যাভে, ম্যাথু ক্রস, ক্যালাম ম্যাকলিউড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্রেন্ডন ম্যাকমুলেন, মিচেল জোনস, ক্রেইগ ওয়ালেস