সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে মাঠের চেয়ে মাঠের বাহিরেই বেশি আলোচিত লঙ্কান ক্রিকেটাররা। ধর্ষণের অভিযোগে দানুশকা গুণাতিলাকা নিষিদ্ধ হয়ে আলোচনায় আসলেও এবার নিষিদ্ধ হলেন পেসার চামিকা করুনারত্নে।
বিশ্বকাপ চলাকালীন সময়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর ক্যাসিনোতে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন চামিকা। সেখানে কয়েকজন যুবকের সাথে মারামারির ঘটনাও ঘটে।
ঘটনা তদন্তে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হন চামিকা করুনারত্নে। ফলে তাকে সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞা সহ ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
২০২৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসের হয়ে খেলার কথা ছিলো তার।