১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর , ২০২২ ৮:২৩

প্রায় ৪ মাস পর ওডিয়াই ক্রিকেটে ফিরছে বাংলাদেশের ব্যস্ততা, ঘরের মাঠে প্রায় ১০ মাস পর। ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ম্যাড়মেড়ে হলেও ওডিয়াইতে বাংলাদেশের অবস্থানটা বেশ শক্ত। ডিসেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ ক্রিকেটের ব্যস্ততার পর দীর্ঘ ফরম্যাটে খেলতে নামবে বাংলাদেশ। সর্বশেষ সাত বছর আগে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিলো রোহিত-কোহলিরা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৭, ভারতের অবস্থান ৩ এ।

১ তারিখে বাংলাদেশে পা রাখবে ভারত। সফরে ৩ টি ওডিয়াই ও দুটি টেস্ট খেলবে সফরকারীরা। তিন ম্যাচের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ম্যাচটি গড়াবে ৭ ডিসেম্বর। এবং শেষ ম্যাচ ১০ ডিসেম্বর। প্রথম দুইটি ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে।

সর্বশেষ ওডিয়াই সিরিজের দল থেকে বাদ পড়েছে মোসাদ্দেক, সাইফউদ্দিন, শরিফুল ও তাউজুল ইসলাম।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

,

মতামত জানান :