কক্সবাজারের জাকির হাসানের অসাধারণ ইনিংসে হার এড়ালেও আজ সিলেটে আবারও ব্যর্থ হয়েছেন জয়, মুমিনুল, মিথুনরা। মুকেশের ৬ উইকেটের দিনে দীপুর ৮০ ও জাকের আলী অনিকের ৬২ রানে ভর করে ২৫২ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ এ দল।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেটে মুখোমুখি হয় বাংলাদেশ এ দল ও ভারত এ দল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেও ব্যাট হাতে ব্যর্থ হোন সাদমান ইসলাম। সাদমানের ব্যর্থতার দিনে হতাশ করেন মাহমুদুল জয় ও মুমিনুল হকও। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে জাকির হাসান লড়াই করলেও মাত্র ৪ রানেই ফেরেন মোহাম্মদ মিথুন।
শুরুর ধাক্কা কাটিয়ে শাহাদাত দীপু ও জাকের আলী অনিকের ব্যাটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুইজনই তুলে নেন ফিফটি। দিনের শেষ দিকে সেঞ্চুরির আশা জাগিয়ে ৮০ রানে শাহাদাত দীপু ফিরলে দ্রুত ফিরে যান জাকের আলীও। শেষ দিকে আশিকুরের ২১ রানে ভর করে ২৫২ রানের পুঁজি পায় বাংলাদেশ এ দল। ভারতের পক্ষে মুকেশ একাই ৬ উইকেট শিকার করেন।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ভারত এ দলের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। দিনশেষে বাংলাদেশ এগিয়ে ২৪১ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এ – ২৫২/১০
শাহাদাত ৮০, জাকের ৬২, জাকির ৪৬
মুকেশ ৪০/৬, উমেশ ৫২/২
ভারত এ – ১১/০
জসওয়াল ৮*, ইনশ্বর ৩*