চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারত সিরিজের ১ম টেস্টের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। ১ম টেস্টের টসে হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান বলেছিলেন চট্টগ্রাম টেস্টের প্রথম দিন যতগুলো উইকেট পড়ে, শেষ দিনেও এত উইকেট পড়ে না। অধিনায়কের কথার প্রতিফলন দেখা যাচ্ছিলো ম্যাচ শুরু প্রথম দিক থেকেই। মাত্র ৪৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতীয় টপ অর্ডারের ভীত কাঁপিয়ে দিয়েছিলো তাইজুল-খালেদ।
বিরাট কোহলি, সুবমান গিল ও লুকেশ রাহুল দ্রুত ফিরে গেলে ওডিয়াই স্টাইলে রান বাড়াতে থাকে রিশভ পান্থ। দলীয় ১১৪ রানে মিরাজ তাকে থামিয়ে দিলে চালকের আসনে যায় বাংলাদেশ।
তবে ইনিংসে খুব বেশিক্ষণ চড়ি ঘুরানোর সুযোগ পায় নি টাইগাররা। ১১৪ তে চার উইকেট হারালেও চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ারের ১৪৯ রানের পার্টনারশিপে ইনিংসে ফিরে ভারত। ইনিংসে সর্বোচ্চ রান করা চেতেশ্বর পুজারা ও শ্রেয়স আইয়ারকে অবশ্য একবার একবার করে জীবন দিয়েছেন উইকেটরক্ষক নূরুল হাসান সোহান। শ্রেয়স আইয়ার ৩০ রানে ও পূজারা ১২ রানের মাথায় জীবন পান সোহানের হাতে। ক্যাচ মিসের মহড়ায় যোগ দিয়েছিলেন পেসার এবাদত হোসেনও।
বাংলাদেশের হতে যাওয়া প্রথম দিনটা ক্যাচ মিসের কল্যাণে ভারত শেষ করেছে এগিয়ে থেকে। শেষ বেলায় দুই উইকেট পেয়ে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে। ফলে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৭৮ রান, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম৷
বাংলাদেশ একাদশ: জাকির হাসান( অভিষিক্ত), নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২৭৮/৬(৯০.০ ওভার)
গিল ২০, রাহুল ২২, পূজারা ৯০, কোহলি ১, রিশভ ৪৬, শ্রেয়র ৮২*, প্যাটেল ১৪
তাইজুল ৮৪/৩, মিরাজ ৭১/২, খালেদ ২৬/১।