১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট অধিনায়কত্বকে উইলিয়ামসনের ‘না’, সাউদির কাঁধে উঠেছে দায়িত্ব

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর , ২০২২ ৩:৫৯

কিউট ক্রিকেটে গুঞ্জন উঠেছিলো টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়তে চলছেন কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত সেটি সত্য হলো। নিউজিল্যান্ডের সফল টেস্ট অধিনায়ক কেন উইলিয়ামসনকে এখন দেখা যাবে পিওর ব্যাটার হিসেবে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নিউজিল্যান্ড ক্রিকেট। টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেও সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখা যাবে উইলিয়ামসনকে। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের জায়গায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।

সাউদির ডেপুটি হিসেবে থাকছেন টম লাথাম। যদিও ধারণা করা হচ্ছিলো টম লাথাম হতে চলছেন কিউইদের নতুন টেস্ট অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত টিম সাউদির উপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার আগে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের পক্ষে সফল টেস্ট অধিনায়কও বটে। কিউইদের জার্সিতে ৪০ টেস্টে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন জয় পেয়েছে ২২ ম্যাচ, ১০ টি ম্যাচ ড্র ও হেরেছে ৮ ম্যাচে। উইলিয়ামসনের নেতৃত্বে ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

, , , ,

মতামত জানান :