১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেকদের পরিবর্তে বিজয় দিবস টি-টোয়েন্টিতে জাতীয় দলের ক্রিকেটাররা

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর , ২০২২ ২:৪১

রাত পোহালেই ৫২ তম বিজয় দিবস উদযাপনে মাতবে লাল সবুজের বাংলাদেশ। সেই উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচ টি শুরু হবে সকাল ১০ টায়।

অন্যান্য বছর জাতীয় দলের বাহিরে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হলেও এবার জাতীয় দল ও দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ক্রিকেটার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ ক্রীড়া সংগঠক মুশতাক হোসেনের নামে দুই দলে ভাগ হয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শহীদ জুয়েল একাদশ: মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুনিম শাহরিয়ার, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি ও রিশাদ হোসেন।


শহীদ মুশতাক একাদশ: আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলি, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল ও নাঈম হাসান।

, , ,

মতামত জানান :