২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে বিশেষ জার্সিতে বাংলাদেশ

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শুক্রবার, ১৬ ডিসেম্বর , ২০২২ ১১:৫৭

দীর্ঘ ২৩ বছরের পাকিস্তানের শাসন থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেয় বাংলাদেশের মুক্তিকামী বীর যোদ্ধারা। প্রায় ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে লাল সবুজের স্বাধীন পতাকা বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়।

সেই থেকে স্বাধীনতার পথচলা শুরু। প্রতিবছরই এদিনে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয় মহান বিজয় দিবস। বিজয়ের ৫১ তম বছর শেষে আজ ৫২ বছরে পা রাখলো বাংলাদেশ। সেই আনন্দ ছুঁয়ে গেছে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্টে।

তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার সময় মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের জার্সিতে বুকের ডান পাশে দেখা যায় বাংলাদেশের গৌরবময় লাল সবুজ পতাকা। পতাকার নিচে লেখা রয়েছে, ” ৫১ তম বিজয় দিবস”।

, ,

মতামত জানান :