২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইমরুল কায়েসের অর্ধশতকে জয় পেলো শহীদ জুয়েল একাদশ

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শুক্রবার, ১৬ ডিসেম্বর , ২০২২ ২:৫৮

৫২ তম বিজয় দিবস উপলক্ষে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকাল ১০ টায় জাতীয় দলের ক্রিকেটাররা শহীদ মুশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ নামে দুভাগ হয়ে ম্যাচে অংশগ্রহণ করে। এতে ইমরুল কায়েসের অর্ধশতকে জয় পায় শহীদ জুয়েল একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয় সৌম্য-আকবর আলীদের শহীদ মুশতাক একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আকবর আলী, অধিনায়ক সৌম্য সরকারের সংগ্রহ মাত্র ২২ রান। জুয়েল একাদশের হয়ে মৃত্যুঞ্জয়, আরাফাত সানি ও কামরুল রাব্বী ৩ টি করে উইকেট নিয়েছেন।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় পায় ইমরুল কায়েস, মিথুন, জিয়াউর রহমানদের নিয়ে গড়া শহীদ জুয়েল একাদশ। ইমরুল কায়েস ৪৮ বলে ৯ চারে করেন ৫৮ রান, ২১ বলে অপরাজিত ৩৬ রান করেন অলরাউন্ডার জিয়াউর রহমান।

সংক্ষিপ্ত স্কোর

শহীদ মুশতাক একাদশ- ১২৩/১০(১৯.৪ ওভার)
সৈকত আলী ১৪, তানজিদ তামিম ১৩, শাহাদত ২, সৌম্য ২২, আকবর ৩৫, সাইফুদ্দিন ১৩, জাকের আলী ১, রাব্বী ০, বিপ্লব ৩, নাইম হাসান ৪, আশিকুর জামান ৮*
রাব্বী ২২/৩, আরাফাত সানি ২০/৩, মৃত্যুঞ্জয় ২২/৩

শহীদ জুয়েল একাদশ ১২৭/৬(২০ ওভার)
মুনিম শাহরিয়ার ১, নাইম শেখ ০, ইমরুল কায়েস ৫৮, মিথুন ৫, নাসির ৯, নাইম ইসলাম ৪, জিয়াউর রহমান ৩৬, রিশাদ ৭
সাইফুদ্দিন, আশিকুর, রিপন মন্ডল, সৌম্য, সানজামুল, নাইম হাসান সবাই ১ টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন ইমরুল কায়েস

, , ,

মতামত জানান :