২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্ত জাকিরে সাদা পোশাকে রঙিন সকাল বাংলাদেশের

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শনিবার, ১৭ ডিসেম্বর , ২০২২ ১১:৫৬

চট্টগ্রাম টেস্টে ৫১২ রানের পাহাড়সম টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ সেশনে ভারত তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। এরপর থেকে শান্ত-জাকিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে এখনো কোন ধরনের বিপদের সম্মুখীন হতে হয় নি সাকিবদের।

চতুর্থ দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ১১৯ রান। সকালের পিচে ভারতীয় বোলারদের চড়ি ঘোরাতে দেয় নি শান্ত-জাকির। উল্টো দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। ১৬ ইনিংস পর ৫০ এর দেখা পেয়েছেন নাজমুল শান্ত আর অভিষেক টেস্টে জাকির তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

এ দুজনের ১১৯ রানের পার্টনারশিপে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে প্রথমবারের শতরানের পার্টনারশিপের দেখা মিললো। এছাড়াও চতুর্থ ইনিংস এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ এটি।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্কোর- ১১৯/০(৪২.০ ওভার)

জাকির হাসান ৫৫(১০৯)*

নাজমুল হোসেন শান্ত ৬৪(১৪৩)*

চট্টগ্রাম টেস্ট জিততে হলে এখনো ৩৯৪ রান প্রয়োজন বাংলাদেশের।

, , ,

মতামত জানান :