অক্ষর প্যাটেলকে সুইপ করলেন, জাকির ছুটলেন রানের জন্য। বল ততক্ষণে সীমানা পেরিয়ে, জাকির দিলেন দৌড়, শূন্যে লাফিয়ে করলেন উদযাপন। অতঃপর হেলমেট খুলে উল্লাস। এমন উদযাপনে তো জাকিরকেই মানায়।
যদিও সেঞ্চুরির পরেই সাজঘরে ফিরতে হয়েছে জাকিরকে। কিন্তু ততক্ষণে বেশকিছু রেকর্ডের সাক্ষী হয়েছেন জাকির হাসান। আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসানের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকির।
এক টেস্টে জাকিরের যত রেকর্ড:
• অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া চতুর্থ বাংলাদেশী ব্যাটার জাকির হাসান।
• অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পাওয়া প্রথম বাংলাদেশী ব্যাটার জাকির।
• অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া প্রথম বাংলাদেশী ওপেনার জাকির হাসান।
• অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পাওয়া বিশ্বের দ্বিতীয় ওপেনারের নাম জাকির হাসান।
• অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পাওয়া অষ্টম ব্যাটার জাকির হাসান।