দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে বেশকিছু দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা টেস্টেও ফেরা হচ্ছে না তামিম ইকবালের, প্রথমবারের মত টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
চোটের কারণে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে এবাদত হোসেন ও শরীফুল ইসলাম। এছাড়াও বাদ পড়েছেন ব্যাটসম্যান এনামুল হক। ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং না করলেও সাকিব থাকছেন ঢাকা টেস্টেও। গুঞ্জন ছিলো ঢাকা টেস্টে সুযোগ পাবেন পেসার মুশফিক হাসান। কিন্তু শেষ পর্যন্ত মুশফিক নয়, ঢাকা টেস্টে সুযোগ হয়েছে নাসুম আহমেদের।
ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রাজা।