টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন স্পেশালিষ্ট উইকেটরক্ষক হিসাবে। ৫ ম্যাচে নামের পাশে যোগ করতে পেরেছেন মাত্র ৪১ রান। অফফর্মের ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে করতে পেরেছেন মাত্র ১৯ রান। বলছিলাম উইকেটরক্ষক ব্যাটসম্যান নূরুল হাসান সোহানের কথা।
ভারতের বিপক্ষে ১৮৮ রানের বিশাল হারে গুরুত্বপূর্ণ অবদান ছিলো সোহানের। ইনিংস সর্বোচ্চ রান করা দুই ব্যাটারের ক্যাচ ফেলে দিয়ে নতুন জীবন উপহার দিয়েছিলেন সোহান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ পজিশন দখল করে রাখলেও প্রতি ম্যাচেই আউট হচ্ছেন দৃষ্টি কটু ভাবে।
অবশ্য সোহানের এমন ব্যর্থতার দিনেও পাশে পাচ্ছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে। সোহানকে খেলানো প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, “‘বিষয়টি ট্রিকি যখন সাকিব বোলিং করতে পারে না। সাকিব বল করতে পারলে বিষয়টি খুবই সহজ। দেখুন, সোহান ব্যাট হাতে দারুণ করেছে। এই ম্যাচে হয়ত সে রান পায়নি। বাংলাদেশে এই বিষয়টিই খুব চ্যালেঞ্জিং যখন আপনি এক ম্যাচে রান পাবেন তখনই আপনাকে ছুঁড়ে ফেলা হবে। আগের ম্যাচে সে কী
করেছে তা ভুলে যাওয়া হবে।’
এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সোহানের দুটি অর্ধশতকের কথা মনে করিয়ে দিয়েছেন ডোমিঙ্গো। ওই সিরিজের দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৬০ ও ৬৪ রানের দুটি ইনিংস খেলেন সোহান।