চট্টগ্রাম ঘুরে আবারো ঢাকায় ফিরলো বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে দুদল। আগামী ২২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম টেস্ট ১৮৮ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কোহলিরা।
দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি হবে ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ম্যাচের দিনগুলোতেও খোলা থাকবে কাউন্টার।
বিসিবির প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী টিকিটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড – ১ হাজার টাকা।
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা।
ক্লাব হাউজ – ৩০০ টাকা।
নর্থ এবং সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ১০০ টাকা।
অর্থাৎ আপনি সর্বনিম্ন ১০০ টাকা হলেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।