১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লো স্কোরিং ম্যাচে সিলেটের জয়

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শুক্রবার, ৬ জানুয়ারি , ২০২৩ ৫:৪৬

বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে মাশরাফির সিলেট স্টাইকার্স। চিরচেনা মিরপুরের মন্থর উইকেটে মাত্র ৮৯ রান তুলতেই ৯ উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ব্যাটারদের বোকা বানিয়েছেন সিলেটের বোলরাররা। মিরপুরের কঠিন উইকেটের কথা মাথায় রেখে অধিনায়ক শুভাগত হোমের লক্ষ্য ছিলো ১৪০-১৫০ রান। তবে সেই লক্ষেও পৌঁছাতে ব্যর্থ আফিফরা। আফিফ, শুভাগত হোম, মেহেদী মারুফদের ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন সিলেটের সন্তান রাজা। সিলেটের হয়ে ৪ উইকেট শিকার করেন পেসার রেজাউর রহমান রাজা। এছাড়াও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফিও দেখিয়েছেন বোলিং নৈপুণ্য। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে নাজমুল শান্তর ৪৩ ও জাকির হাসানের ২৭ রানে ভর করে মাত্র ২ উইকেট হারিয়েই ৪৫ বল বাকি থাকতে আসরের প্রথম জয়ের দেখা পায় সিলেট স্টাইকার্স।

সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ৮৯/৯(২০ ওভার)
মারুফ ১১, রাসুলি ৩, আল আমিন ১৮, শুভাগত ১, আফিফ ২৫, উসমান ২, চাঁদ ৫, মৃত্যুঞ্জয় ৩, নিহাদ ৮, পুস্পাকুমারা ৬, মেহেদি রানা ২
মাশরাফি ১৮/১, আমির ৭/২, রাজা ১৪/৪

সিলেট স্ট্রাইকার্স: ৯০/২ (১২.৩ ওভার)
শান্ত ৪৩*, আকারম্যান ১, জাকির ২৭, মুশফিক ৬*

মৃত্যুঞ্জয় ১১/১, পুস্পাকুমারা ২২/১

ফল: সিলেট স্ট্রাইকার্স ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: রেজাউর রহমান রাজা।

, , , ,

মতামত জানান :