৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজম খানের ঝড়ো সেঞ্চুরিতে খুলনার বড় সংগ্রহ

প্রতিবেদক
ডেস্ক নিউজ
সোমবার, ৯ জানুয়ারি , ২০২৩ ৮:৫৫

বিপিএলের ৯ম আসরে এখনো জয়ের দেখা পায় নি খুলনা টাইগার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে তারা। পাকিস্তানি ব্যাটার আজম খানের ঝড়ো সেঞ্চুরিতে পেয়েছে বড় সংগ্রহ।

টসে জিতে বোলিং নেয়া চট্টগ্রামের শুরুটা মন্দ হয় নি। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক শুভাগত হোমের ওভারে কোন রান নিতে পারেননি তামিম ইকবাল, ফলে মেইডেন ওভার দিয়ে ইনিংস শুরু হয় চট্টগ্রামের। ৩য় ওভারে শারজিল খান ও ৪র্থ ওভারে হাবিবুর রহমানের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন আজম খান।

তামিম ইকবালকে সাথে নিয়ে ৯২ রানের পার্টনারশিপ গড়েন আজম খান। তামিম ইকবাল তার স্বভাব সুলভ ধীর ব্যাটিংয়ে একপাশ আগলে রাখলেও দ্রুত রান তুলতে থাকেন আজম খান। তামিম ইকবাল ৪০ রানে আউট হলেও থামেনি আজম খানের ব্যাট। ১০৪ রানে তামিম আউট হলে আজম খানকে সঙ্গ দিতে পারেননি সাব্বির ও অধিনায়ক ইয়াসির। তবে আজম খানের ৫৮ বলে ৮ টি বিশাল ছয় ও ৯ চারে ১০৯ রানের ইনিংসের কল্যাণে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় খুলনা। এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে আজম খান মাঠ ছাড়েন অপরাজিত থেকে।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা ১৭৮/৫(২০.০ ওভার)

তামিম ৪০(৩৭)
শারজিল খান ৫(৭)
হাবিবুর রহমান ৬(৬)
আজম খান ১০৯(৫৮)*
ইয়াসির ১(২)
সাব্বির ১০(৭)
ওয়াহাব ২(৩)*

রাহী ২৯/২, শুভাগত ১৫/১, মৃত্যুঞ্জয় চৌধুরী ৪৪/০

, , , , ,

মতামত জানান :