১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহের জন্য মাঠের বাহিরে তৌহিদ!

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বুধবার, ১১ জানুয়ারি , ২০২৩ ১:৪৪

ভাগ্য আপনাকে কখনও দু’হাত ভরে দিবে, আবার কখনও বা কাঁদাবে। তৌহিদ হৃদয় নিজেকে দূর্ভাগা ভাবতেই পারেন। বিপিএলে টানা তিন ম্যাচে ফিফটির দেখা পাওয়া তৌহিদ হৃদয় ছিটকে গেলেন অন্তত দুই সপ্তাহের জন্য।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকায় পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন তৌহিদ হৃদয়। ৫ চার ও ৫ ছক্কায় সাজানো ৮৪ রানের ইনিংস খেলে দলকে টানা চার জয় এনে দেওয়া তৌহিদ হৃদয় ফিল্ডিং করতে গিয়ে বাঁধিয়েছেন বিপত্তি।

ঢাকা ডমিনেটরসের ইনিংসের ১১.২ তম ওভারে রেজাউর রহমানের বলে নাসির হোসেনের জোড়ালো শট আটকাতে গিয়ে ব্যাথা পান হৃদয়। পয়েন্টে ফিল্ডিং করতে থাকা তৌহিদ হৃদয়ের আঙুল ফেটে রক্ত বাহির হতে দেখা যায়, তৎক্ষণাৎই মাঠ ছাড়েন তিনি। পরবর্তী সময়ে পরীক্ষা করে আঙুলে আটটি সেলাই দিতে হয়েছে তাকে।

এরফলে অনন্ত দুই সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকতে হতে পারে তৌহিদ হৃদয়কে। চট্টগ্রাম পর্ব তো বটেই, ঢাকায় দ্বিতীয় পর্বেও তৌহিদ হৃদয়ের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

, ,

মতামত জানান :