১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিককে ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী ফিঞ্চ

প্রতিবেদক
ডেস্ক নিউজ
মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৩ ৯:৫৯

সাদা পোশাকে খেলতেন না আগে থেকেই, ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন গত বছর। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় জানালেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলা হয়নি অস্ট্রেলিয়ার। যেখানে ফিঞ্চের পারফরম্যান্সও ছিল সাদমাটা এরপরই গুঞ্জন উঠেছিল টি-টোয়েন্টি ক্রিকেটেও বিদায় জানাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি।

এবার বিগ ব্যাশে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হোন ফিঞ্চ। এরফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন তিনি। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরফলে অস্ট্রেলিয়ার জার্সিতে কোনো ফরম্যাটেই দেখা মিলবে না ফিঞ্চের।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ২ শতক ও ১৯ অর্ধ-শতকে ৩১২০ রান করেন ফিঞ্চ। এছাড়াও অধিনায়ক হিসেবে ৭৬ ম্যাচ খেলা ফিঞ্চ জয়ের মুখ দেখেছে ৪০ ম্যাচে। তার নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

,

মতামত জানান :