৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের ফাইনালে মাশরাফির সিলেট

প্রতিবেদক
ডেস্ক নিউজ
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:৩০

২০১২ সালে অনুষ্ঠিত বিপিএলের প্রথম আসর থেকেই সিলেট ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। তবে ২০১৬ সালে সিলেটকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বাদ দেয়া হলেও ২০১৭ সালে নতুন রূপে বিপিএলে ফিরে সিলেট। তবে কখনো ফাইনালের স্বাদ পায় নি সিলেটের কোন ফ্র্যাঞ্চাইজি। তবে এবারই প্রথম বিপিএলের নবম আসরে এসে ফাইনালে পৌঁছালো সিলেট। মাশরাফির অসাধারণ নেতৃত্ব গুণে স্বপ্ন দেখছে শিরোপা জয়েরও।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মিরপুরে রংপুরের মুখোমুখি হয় সিলেট। টসে হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথমে ব্যাট করত নেমে মাশরাফি ও শান্তর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে মাশরাফির দল।

১৮৩ রানের টার্গেটে ফাইনালে উঠার লড়াইয়ে পাওয়ার প্লে সুখকর হয় নি রংপুরের। তবে রনি তালুকদার ও নিকোলাস পুরানের ব্যাটে ভর করে সেই ধাক্কা কাটিয়ে উঠে রংপুর। ১৪ বলে ৩০ রানের ক্যামিও খেলে পুরান বিদায় নিলেও রনি-সোহানের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো রংপুর। তবে ডেথ ওভারে তানজিম সাকিব ও লুক ওডের দুর্দান্ত বোলিংয়ে ১৯ রানের জয়ে ফাইনালে পৌঁছায় সিলেট।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্টাইকার্স ১৮২/৭(২০.০ ওভার)
শান্ত ৪০, মাশরাফি ২৮, তৌহিদ ২৫
হাসান ২/৩৪, সানাকা ২/৪৫, মাহেদী ১/২৫

রংপর রাইডার্স ১৬৩/৮(২০.০ ওভার)
রনি ৬৬, সোহান ৩৩, পুরান ৩০
উড ৩/৩৪, সাকিব ২/১৯, রুবেল ২/৪২

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তানজিদ সাকিব।

, , ,

মতামত জানান :