আসন্ন ইংল্যান্ড সিরিজে প্রথম দুই ওডিয়াইয়ের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ২৪ তারিখ ৩ টি ওডিয়াই ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে ইংলিশরা। বাংলাদেশ দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী ব্যাটার তৌহিদ হৃদয়। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিয়াইতে টানা তিন ম্যাচে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন তৌহিদ হৃদয়। চলতি বিপিএলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন ডান হাতি এ ব্যাটার। ১৩ ম্যাচে ৩৭ ছুঁইছুঁই গড়ে ৫ অর্ধশতকের সাহায্যে ৪০৩ রান করেছেন হৃদয়, স্ট্রাইকরেট ১৪০.৪১। টুর্নামেন্টের মাঝখানে অবশ্য ইনজুরির কারণে মিস করেছেন দুটি ম্যাচ।
ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন, এছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও তৌহিদ হৃদয়।
প্রথম ওয়ানডে – ১ মার্চ – মিরপুর
দ্বিতীয় ওয়ানডে – ৩ মার্চ – মিরপুর
তৃতীয় ওয়ানডে – ৬ মার্চ – চট্টগ্রাম