সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার পেলেন রনি তালুকদার, আবারও ফিরলেন বাংলাদেশের স্কোয়াডে। একই সাথে টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেলেন তিন জন।
৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সাত বছর পর বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড। আজ বুধবার (১ মার্চ) মিরপুরে হার মেনেছে বাংলাদেশ। ম্যাচ শেষে এক বিবৃতিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়, রেজাউল রহমান রাজা ও তানভীর ইসলাম। এছাড়াও অনেকদিন পর স্কোয়াডে জায়গা হয়েছে রনি তালুকদারের। এরই সাথে আবারও জাতীয় দলে ফিরলেন শামীম পাটোয়ারী।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
সাকিব আল হাসান(অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান ও তানভীর ইসলাম।