৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শান্তর ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিল টাইগাররা

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ৯ মার্চ , ২০২৩ ৭:১০

২০১৫ সালের ৯ ই মার্চের গল্পটা এখনো তড়তাজা হয়ে আছে ক্রিকেট প্রেমীদের চোখে। রুবেল হোসেনের সেই হার না মানা ইয়র্কারে বিশ্বকাপ থেকে ইংল্যান্ড কে বিদায় করে কোয়ান্টার ফাইনাল খেলে বাংলাদেশ। সেই সুখ স্মৃতির দিনে আজ আবারো চট্টগ্রামে আনন্দের বন্যায় ভাসলো লাল-সবুজের বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ৬ উইকেটের বড় জয় পেলো সাকিব বাহিনী।

মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর যেনো চট্টগ্রামে রুদ্রমূর্তি ধারণ করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে জয়ের পর এবার ১ম টি-টোয়েন্টিতেও দাপুটে জয়। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ কাপ্তান সাকিবের। তবে বাটলার-সল্টের উদ্ভোধনী জুটিতে ৮০ রানের সংগ্রহ বড় রানের ইঙ্গিত করছিলো। ৮০ রানে সল্টের বিদায়ের পর দ্রুতই ফিরেন মালান। এরপর বেন ডাকেট ও বাটলারের জুটি ভয়ংকর হয়ে উঠতে শুরু করতেই দৃশ্যপটে মুস্তাফিজুর রহমান। তার বোকা বানানো ডেলিভারিতে ডাকেট ফিরলে ম্যাচের মোমেন্টাম পায় বাংলাদেশ।

ডাকেটের বিদায়ের পরের বলেই ডেঞ্জার ম্যান বাটলারের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ৪২ বলে ৬৭ রান করার আগে ১৯ রানে সাকিবের হাতে জীবন পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। বাটলারের উইকেট তুলে নেয়ার পর বাংলাদেশের বোলাররা যে বোলিং নৈপুণ্য প্রদর্শন করলো তার সামনে আআত্মসমর্পণ করতে হলো ইংলিশ ব্যাটারদের। শেষ ৪ ওভারে তাদের সংগ্রহ ছিলো মাত্র ২১ রান, টানা ২৩ বল বাউন্ডারি শূন্য ছিলো মঈন আলী, স্যাম কারানরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

১৫৭ রানের টার্গেটে দুর্দান্ত শুরু এনে দেন ৮ বছর পর জাতীয় দলে ফেরা রনি তালুকদার। তবে রনি-লিটন জুটি দীর্ঘ না হলেও নাজমুল শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সবসময় জয়ের পথেই ছিলো বাংলাদেশ। মাত্র ২৭ বলেই নিহের তৃতীয় টি-টোয়েন্টি অর্ধশতক পূরণ করেন শান্ত। তাকে সঙ্গ দেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। শান্ত ৫১ করে ফিরে গেলে ক্রিজে আসেন কাপ্তান সাকিব। ১৭ বলে ২৪ করে তৌহিদ ফিরে গেলেও আফিফকে সাথে নিয়প ম্যাচ শেষ করে আসেন সাকিব আল হাসান। মাত্র ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ৩৪* রানে সাকিব ও ১৫* রানে আফিফ অপরাজিত থাকেন।

ইংল্যান্ড: ১৫৬/৬(২০ ওভার)
সল্ট ৩৮, বাটলার ৬৭, মালান ৪, ডাকেট ২০, মইন ৮*, কারান ৬, ওকস ১, জর্ডান ৫*;
নাসুম ৩১/১, তাসকিন ৩৫/১, মুস্তাফিজ ৩৪/১, সাকিব ২৬/১, হাসান ২৬/২)

বাংলাদেশ: ১৫৭/২( ১৮ ওভার)
লিটন ১২, রনি ২১, শান্ত ৫১, তৌহিদ ২৪, সাকিব ৩৪, আফিফ ১৫*;
আর্চার ২৭/১, রশিদ ২৫/১, উড ২৪/১, মইন ২৭/১।

ম্যান অব দ্যা ম্যাচ নাজমুল হোসাইন শান্ত

,

মতামত জানান :