১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শুক্রবার, ১০ মার্চ , ২০২৩ ১০:৪২

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড। সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

তিন সংস্করণ ক্রিকেটের সফরটি শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে। তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ম্যাচ ২৭ মার্চ। আর সফরের একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এর আগে ওডিয়াইতে ১০ বার দেখা হয় দুদলের, যার মধ্যে বাংলাদেশের ৭ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ২টিতে। আর টি-২০ তে ৫ বারের দেখায় ৩ বার সাফল্য পেয়েছে বাংলাদেশ, ১ বার আয়ারল্যান্ড এবং অন্য ম্যাচটি পরিত্যক্ত।

সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশে এসে ৩ ম্যাচের ওডিয়াই সিরিজ খেলেছিলো আইরিশরা। ওই সিরিজ ৩-০ ব্যবধানে জিতে টাইগাররা।

,

মতামত জানান :