ইংল্যান্ড সিরিজ শেষ না হতেই বেজে উঠেছে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের দামামা। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে লাল-সবুজের জার্সিতে প্রথমবার ওয়ানডে স্কোয়াডে সুযোগ মিলেছে জাকির হাসানের। এছাড়াও দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও ইয়াসির আলী।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
চলতি মাসের ১৮ তারিখে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুইটি ম্যাচ ২০ ও ২৩ মার্চ। সবগুলো ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং জাকির হাসান।