১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
সোমবার, ২৭ মার্চ , ২০২৩ ১:৪৭

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-০’তে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। এবার চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ সোমবার (২৭ মার্চ)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

দুই দলের শেষ চার দেখায় তিনবারই জয় পেয়েছে টাইগাররা। আর আয়ারল্যান্ড শেষবার ২০০৯ সালে বাংলাদেশকে হারিয়েছিল টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল আইরিশরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলনে, কার্টিস ক্যাম্ফার, ম্যাথিউস হাম্ফ্রিস, মার্ক অয়াডায়ার, ফিওন হ্যান্ড, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম।

, , ,

মতামত জানান :