ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানো বাংলাদেশ এবার টি-টোয়েন্টিতেও গড়েছে রান পাহাড়। চট্টলায় লিটন–রনির মারমুখী ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৭ রান।
আজ সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস ভাগ্যে আয়ারল্যান্ডের জয় হলে বাংলাদেশকে জানান ব্যাটিংয়ের আমন্ত্রণ। আইরিশদের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন বাংলাদেশের দুই ওপেনার। লিটন দাস ও রনি তালুকদারের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ায় প্লেতে রেকর্ড ৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটিই টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ায় প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
পাওয়ার প্লের পর দলীয় ৯১ রানের মাথায় লিটন ৪৭ রানে ফিরলে ভাঙে টাইগারদের উড়ন্ত সূচনা। লিটন ফিরলেও দারুণ ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ফিফটি তুলে নেন রনি তালুকদার। রনির ফিফটির দিনে হতাশ করেন শান্ত। ব্যক্তিগত ১৪ রানে শান্তর বিদায়ের পর দ্রুত ফিরে যান রনি তালুকদারও। ফেরার আগে খেলেন ৬৭ রানের দারুণ ইনিংস। এরপর শামীম পাটোয়ারী ৩০ রানে ফিরলে ইনিংস বড় করতে পারেননি তৌহিদ হৃদয়ও।
এরপর শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বাকী চারটি বল খেলা হয়নি বাংলাদেশের। তাইতো রেকর্ডের খুব কাছে গিয়ে থামতে হয়েছে বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২০৭/৫ (১৯.২ ওভার)
রনি ৬৭, লিটন ৪৭, শামীম ৩০
ইয়ং ৪৫/২, টেক্টর ১৬/১