ঘরের মাঠে উড়ছে সাকিব-লিটনরা। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে লিটনের ৮৩ ও রনির ব্যাটে ভর করে ২০২ রানের পুঁজি পায় বাংলাদেশ।
আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস হলেও বল মাঠে গড়ায়নি নির্ধারিত সময়ে। বৃষ্টি বাঁধায় বেশকিছু সময় পর খেলা শুরু হলে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন দাস ও রনি তালুকদার। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাওয়ার প্লের পরেও ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন লিটন ও রনি তালুকদার। অসাধারণ ব্যাটিংয়ে লিটন ফিফটি তুলে নেন মাত্র ১৮ বলেই। লিটনের দারুণ ব্যাটিংয়ের দিনে আক্ষেপে পুড়েছেন রনি, ফিরেছেন ৪৪ রানে। এরপর সেঞ্চুরির আশা জাগিয়ে লিটন ৮৩ রানে ফিরলে সাকিবের ৩৮ ও হৃদয়ের ২৪ রানে ভর করে ২০২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২০২/৩ (১৭ ওভার)
লিটন ৮৩, রনি ৪৪, সাকিব ৩৮*, হৃদয় ২৪; ওয়াইট ২৮/২