১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা টেস্টের টিকিট বিক্রি শুরু

প্রতিবেদক
ডেস্ক নিউজ
রবিবার, ২ এপ্রিল , ২০২৩ ৩:৩০

ওডিয়াই ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে আগামী ৪ই এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ। একমাত্র টেস্টকে সামনে রেখে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (২রা এপ্রিল) থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ঢাকা টেস্টের টিকিট। মোবাইল নাম্বার ভেরিফিকেশন এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করেই টিকিট সংগ্রহ করতে পারছেন দর্শকরা। অনলাইনে টিকিট কাটার পর টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে মিরপুর স্টেডিয়ামের ১ নাম্বার গেইট সংলগ্ন টিকিট বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়াও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের ইনডোরে ৩রা এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট কাটতে পারবে দর্শকরা।

গ্র্যান্ড স্ট্যান্ড- ১,০০০ টাকা
ভিআইপি-  ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
নর্থ ও সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
ইয়েস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

অনলাইন টিকেট লিংক: https://ticket.tigercricket.com.bd/

 

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

 

 

, , , , ,

মতামত জানান :