৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

প্রতিবেদক
মোঃ ইলিয়াস
শনিবার, ২১ জানুয়ারি , ২০২৩ ৪:৩৭

ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব এর অনারারি আজীবন সদস্য হলেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা।

সাবের চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই সম্মাননায় ভূষিত হয়েছেন দেশসেরা অধিনায়ক ম্যাশ। এবার ডেল স্টেইন, রস টেইলর, কেভিন পিটারসেন সহ ১৭ সাবেক তারকা ক্রিকেটার পাচ্ছেন এই সদস্যপদ।

MCC Honorary Life Member Mashrafe

এমসিসি জানিয়েছে, “আধুনিক ক্রিকেটের আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের নাম আজ আমরা ঘোষণা করছি, আমাদের ক্লাবে তাদেরকে মূল্যবান সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি’।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের আজীবন সদস্য সম্মাননা দেয় এমসিসি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যাচাই-বাছাই শেষে নির্বাচিত ক্রিকেটারদের আমন্ত্রণ পাঠায় এমসিসি। সবশেষ ২০২১ সালে জ্যাক ক্যালিস, এলিস্টার কুক, হরভজন সিং, সারাহ টেইলরদের মতো ১৮ তারকাকে আজীবন সদস্য করেছিলো এমসিসি। অনারারি আজীবন সদস্যের এই এলিট ক্লাবে এবার অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন ও দীর্ঘদিন যাবত দেশের পেস আক্রমণের নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মোর্ত্তজা।

 

, ,

মতামত জানান :