৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিব-তামিমদের নতুন সহকারী কোচ পোথাস

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ৬ এপ্রিল , ২০২৩ ২:২৫

দীর্ঘদিন ফাঁকা ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদটি। অবশেষে সেই পদে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। আগামী মে মাসে আয়ারল্যান্ড সফর থেকেই ২ বছরের চুক্তি তে দলের সাথে কাজ করবেন তিনি।

পোথাস এর আগে ওয়েস্ট ইন্ডিজ  ও শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। এছাড়াও এই দু’দলের হয়ে অন্তবর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

 

বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব পেয়ে পোথাস বলেন, ” বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটারদে যে গভীরতা রয়েছে সেটা দারুণ।  আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।”

২১৮ টি ফার্স্ট ক্লাস ম্যাচ ও ২৩৬ টি  লিস্ট এ ক্রিকেট ম্ঢ়াচ খেললেও জাতীয় দলের হয়ে মাত্র ৩টি ওডিয়াই খেলেছেন এই আফ্রিকান।

 

, , ,

মতামত জানান :