১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উইলিয়ামসন-আসিফকে পেছনে পেলে আইসিসির সেরা সাকিব

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বুধবার, ১২ এপ্রিল , ২০২৩ ৫:০২

দ্বিতীয় বারের মতো আইসিসির “প্লেয়ার অব দ্যা মান্থ” পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। প্রথম বার জিতেছিলেন ২০২১ সালে জুলাই মাসে। এবার নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পরাজিত করে মার্চ মাসের “প্লেয়ার অব দ্যা মান্থ” পুরস্কার জিতলেন সুপার সাকিব।

 

গেলো মাসে ২২ গজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি পুরো মাস জুড়েই ব্যাটে বলে উজ্জল ছিলেন বাংলার পোস্টার বয়। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়ের ম্যাচে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে হয়েছিলন ম্যাচের সেরা খেলোয়াড়।  বাংলাদেশের হয়ে ওডিয়াই সিরিজে সর্বোচ্চ রান ও উইকেটের মালিকও ছিলেন সাকিব। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ জয়েও সামনে থেকে অবদান রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।   ১২ ম্যাচে ৫০.৪২ গড়ে ৩৫৩ রান ও ১৫ উইকেটে মার্চ মাস রাঙিয়ে  সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান।

, ,

মতামত জানান :