বৃষ্টি বাঁধায় ওয়ানডে সিরিজের দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট ও বিসিবির সম্মতিক্রমে এবং আইসিসির অনুমোদনে পরিবর্তন করা হলো বাংলাদেশ – শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজ।
আজ ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডে হবে ৪ মে, শেষ ওয়ানডে ৭ মে। মূলত ৭ তারিখের টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে শেষ ওয়ানডে দিয়ে রিপ্লেস করে, টি-টোয়েন্টি সিরিজ শিডিউল আগের মতোই রয়েছে।
সেইসাথে পি সারা ওভাল থেকে ওয়ানডে সিরিজ সরিয়ে নেয়া হয়েছে এসএসসি গ্রাউন্ডে, টি-টোয়েন্টি সিরিজ আগে থেকে সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে শিডিউল করা ছিলো।
ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ পরিত্যক্ত মেনে নিয়ে পয়েন্ট ভাগাভাগি করলেও পরের দুই ম্যাচ পূর্ণ পয়েন্ট আদায়ের দিকে মনোযোগ উভয় দলের। বাইলজ অনুযায়ী তাই আইসিসিও সম্মতি প্রদান করেছে এসএলসিকে।