১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগানদের বিপক্ষে টেস্টে অধিনায়ক লিটন, নতুন মুখ ‘দুই’

প্রতিবেদক
ডেস্ক নিউজ
রবিবার, ৪ জুন , ২০২৩ ৬:৫২

চলতি মাসে ঘরের মাঠে আফগানদের আতিথ্য দিবে বাংলাদেশ। ১৪ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে সুযোগ মিলেছে শাহাদাত দীপু ও মুশফিক হাসানের।

বেশ কয়েকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রবিবার (৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। একমাত্র টেস্ট মিস করছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস।

লিটনের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন রেজাউর রহমান রাজা ও সাদমান ইসলাম।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুশফিক হাসান।

, ,

মতামত জানান :