আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারবেন না তামিম।
দীর্ঘদিন ধরেই পুরনো পিঠের ব্যথায় ভুগছিলেন তামিম, ফলে সিরিজ শুরু আগে থেকেই থাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিলো টিম ম্যানেজমেন্টের। এবার অনুশীলনে এসে সেই পিঠের ব্যথাই ম্যানেজমেন্ট এর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো।
বিসিবি পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘তামিম তলপেটে ব্যথা অনুভব করছেন যা নিয়ে বিপত্তি হচ্ছে। আমাদের চিকিৎসায় ব্যথা কমিয়ে উন্নতির দিকে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত, টেস্ট ম্যাচ খেলার মতো তার অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি। অনুশীলনে ব্যাটিং এবং ফিল্ডিং করার সময় তামিম অস্বস্তি আর ব্যথা অনুভব করছেন। তাই পাঁচ দিন খেলার জন্য এখনই উপযুক্ত নয় তামিম।’
ফলে আগামীকাল তামিমকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মোকাবেলা করবে লিটনের দল। এর আগেই আঙুলের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে আগামীকাল একাদশে ফিরতে যাচ্ছেন পেস বোলার তাসকিন আহমেদ।