দ্বিতীয় টি-২০ তে বাংলাদেশ নারী দলকে ৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত।
৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের জয় পায় সফরকারীরা। মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় টি-২০ তে টসে জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ৩ টি, ফাহিমা আক্তার ২ টি করে উইকেট নেন।
জবাবে মাত্র ৮৭ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ নারী দল। শেষ ওভারে ১০ রান প্রয়োজন হলে তুলতে পেরেছে মাত্র ১ রান, উইকেট হারিয়েছে ৪ টি।
ফলে ৮ রানে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের।