১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শুক্রবার, ৮ সেপ্টেম্বর , ২০২৩ ৭:৩৪

সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ৩-২৩ ডিসেম্বর হবে প্রোটিয়াদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ।

৩ টি-টোয়েন্টি ম্যাচ ও আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ৩ ওয়ানডে ম্যাচে উলভার্ট-ক্যাপদের মোকাবেলা করবে স্বর্ণা-মারুফারা। চার শহরে হবে ছয়টি ম্যাচ।
বেনোনির উইলোমুর পার্ক, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো, সেখানে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করে ওয়ানডে দিয়ে সফর সমাপ্ত করবে সিনিয়র টাইগ্রেসদের।

প্রথমবার নারী চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশ নারী দল ৩ সিরিজ শেষে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। এই বছর আরও দুটো সিরিজ খেলবে তারা।
চলতি মাসের শেষে চীনে এশিয়ান গেমস খেলবে জ্যোতিরা। এফটিপি অনুযায়ী অক্টোবরে পাকিস্তানকে ঘরের মাঠে আতিথ্য দেবে বাংলাদেশ এবং বছর শেষ হবে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে।

এর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আফ্রিকা সফরে একবার গিয়েছিলো রুমানা-সালমারা। দুই ফরম্যাটে ৮ ম্যাচই হেরেছিল সে দল। তবে এবার ভিন্ন দলের সামনে অন্যরকম চ্যালেঞ্জ আসবে বেনোনি-পচেফস্ট্রুমে।

, , , ,

মতামত জানান :