১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাথিশা পাথিরানার সঙ্গে চুক্তি করল রংপুর রাইডার্স

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৩ ২:২৬

সাকিব আল হাসান ও বাবর আজমকে দলে ভেড়ানোর পর এবার মাথিশা পাথিরানার সঙ্গে চুক্তি করল ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএল ২০২৪ মৌসুমে রাইডার্সের জার্সিতে দেখা যাবে ‘বেবি মালিঙ্গা’ খ্যাত এই পেসারকে। পাথিরানাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রাইডার্স কর্তৃপক্ষ।

বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসুবক পেজে পাথিরানার একটি ছবি আপলোড করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লিখেছে, ‘বেবি মালিঙ্গা : মাথিশা পাথিরানা একজন রাইডার’পাথিরানার আগে আরেক লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়ায় ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা। ২০ বছর বয়সী পাথিরানা তার বৈচিত্র্যময় অ্যাকশন ও ইয়র্কারের কারণে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন চেন্নাই সুপার কিংসে, হয়েছেন চ্যাম্পিয়নও।

চলতি এশিয়া কাপেও শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিং করছেন, চার ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট।

সোর্স: অনলাইন

মতামত জানান :