১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরচুন বরিশালের প্রধান কোচের ভূমিকায় হোয়াটমোর

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
বুধবার, ২০ সেপ্টেম্বর , ২০২৩ ৮:৪৪

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোর কোচ হয়ে আবারও বাংলাদেশে আসছেন। তবে জাতীয় দলের নয়, হোয়াটমোরকে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশালের প্রধান কোচের ভূমিকায়।আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

হোয়াটমোরের ছবি আপলোড করে ক্যাপশনে তারা লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ডেভনেল ফেডেরিক হোয়াটমোর স্যার আসন্ন বিপিএল ২০২৪-এ ফরচুন বরিশালের কোচ হিসেবে থাকবেন।

’ পোস্টে আরো লেখা হয়েছে, তিনি (হোয়াটমোর) ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর দলের প্রধান কোচ ছিলেন।বিপিএলে অবশ্য এবারই প্রথম নন হোয়াটমোর। ২০১৬ সালেও বরিশাল বুলসের কোচ ছিলেন তিনি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়ে আলোচনায় আসেন এই অস্ট্রেলিয়ান।

সুত্রঃ কালেরকন্ঠ

,

মতামত জানান :