জল্পনা কল্পনার সমাপ্তি ঘটেছে। তামিম ইকবালকে ঘিরে শঙ্কাও সত্যি হয়েছে শেষ পর্যন্ত। তামিম ইকবালকে বাদ দিয়ে ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন আজ। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না তামিম ইকবালের। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম।
সাকিব সহ স্কোয়াডে আছেন চারজন স্পিনার। তানজিম হাসান সাকিবসহ পাঁচ পেসার নিয়ে ভারতের বিমান ধরবে বাংলাদেশ। স্কোয়াডে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবার কথা রয়েছে টিম টাইগারদের।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।