১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধীরগতির বোলিংয়ের দায়ে শ্রীলঙ্কার জরিমানা

প্রতিবেদক
মোঃ আতিক উল্লাহ
সোমবার, ৯ অক্টোবর , ২০২৩ ৭:৩০

নির্ধারিত সময়ে দাসুন শানাকার দল দুই ওভার কম করেছে বলে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ আইসিসির কাছে অভিযোগ করেন।

লঙ্কান অধিনায়ক শানাকা তার প্রতি আনা এই অভিযোগ স্বীকার করে আইসিসির শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও শরফুদ্দৌলা সৈকত ও থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার এ্যালেক্স ওয়ার্ফ প্রত্যেকেই এই অভিযোগের ব্যপারে একমত হয়েছেন।

,

মতামত জানান :