ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারে ৫০ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার ২১৮ টাকা) বিক্রি হচ্ছে।
উত্তর প্রদেশের পুলিশের বিশেষ ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার এ নিয়ে বলেন, ‘রাজ্যের পুলিশ বিভাগের বিশেষ এজেন্সি ছাড়া লখনউ পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্টে নজর রাখছে। লখনউর একানা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট যেন কালোবাজারে বিক্রি করতে না পারে, সে জন্যই এই নজরদারি।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদককে আরেক সমর্থক, যিনি আবার ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষজ্ঞও—বলেছেন, ‘আমি যেকোনো দামে টিকিট কিনতে চাই। আপনার কাছে থাকলে দয়া করে আমাকে দিন। অনলাইনে টিকিট খোঁজার পাশাপাশি আমি প্রতিদিন সকালে একানা ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে খোঁজ নিই। আমাকে বলা হয়েছে, ম্যাচের কয়েক দিন আগে টিকিট পাওয়া যাবে।’