মঙ্গলবারের (২৪ অক্টোবর) সেঞ্চুরির পর মাহমুদউল্লাহকে সুসংবাদ দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে ডানহাতি এই ব্যাটারের।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, মাহমুদউল্লাহ এখন ৫২তম অবস্থানে আছেন। এর আগে তিনি ৫৬তম অবস্থানে ছিলেন।