বিশ্বকাপ মুকুট অক্ষুণ্ণ রাখার চাপ বেশ ভালোভাবে টের পাচ্ছে ইংল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে থাকতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ২ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ইংলিশদের। তবে বেঙ্গালুরুতে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি তারা।
লঙ্কান বোলারদের তোপের মুখে গুটিয়ে গেছে মাত্র ১৫৬ রানে। ১০ ওভার শেষে স্কোর বোর্ডে ৫৯ রান তোলে ইংল্যান্ড।
চারে নেমে বেন স্টোকস এক প্রান্ত ধরে খেললেও দলীয় ৬৩ রান থেকে ৫৫ যোগ করতে ইংল্যান্ড হারায় আরো ৫ ব্যাটারকে। স্টোকসকে সঙ্গ দিতে পারেননি জস বাটলার (৮), লিয়াম লিভিংস্টোন (১) মঈন আলী (১৫), ক্রিস ওকস (০)। পরে স্টোকসও ফেরেন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করে।
শেষ দিকে ডেভিড উইলির অপরাজিত ১৪ রানে কোনো রকমে দেড় শ পার করতে পারে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা সর্বাধিক ৩ উইকেট নেন।
Source: Online