ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টুর্নামেন্ট এর সূচী প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বি গ্রুপে বাংলাদেশ – শ্রীলঙ্কার সাথে আছে আরব আমিরাত ও প্রিমিয়ার কাপে চমক দেখানো জাপান যুব দল। অন্য গ্রুপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।
দুবাইতে আইসিসি একাডেমির দুই মাঠে হবে গ্রুপ পর্বের খেলাগুলো। এক সেমিফাইনাল ও ফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৭ তারিখ শেষ হবে ৮ দলের এই একদিবসীয় টুর্নামেন্ট।
বাংলাদেশের ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৩ তারিখ।
প্রাথমিকভাবে পাকিস্তানে এই আসর হওয়ার কথা থাকলেও তা হচ্ছে দুবাইয়ে, আকস্মিক এই ভেন্যু চেঞ্জের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে কি কারণে তা পরিবর্তন হতে পারে তা সম্পর্কে আসলে বলা প্রয়োজন নেই।